জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা পৌরসভায় শুধু মেয়র পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । চলতি বছরের জানুয়ারি মাসে সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলুর মৃত্যুর পর এই শূন্য পদটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৮ এপ্রিল রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পুরুষ ও নারী ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।
এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্রভাবে তিনজন প্রার্থীর মধ্যে প্রথম হলেন- নারিকেল গাছ প্রতীকের নাসিব সাদিক হোসেন (নোভা) ১২৫৯১, ভোটে দ্বিতীয় হলেন রেলইঞ্জিন প্রতীক নিয়ে ফাহমিদ ফয়সাল কমেড ৮৭৬৭ ভোটে চৌধুরী (সাবেক মেয়র) এবং তৃতীয় হয়েছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে সাদের হোসেন ৩৩৫৮।
১৮টি কেন্দ্রের ১১৭টি কক্ষে এ নির্বাচনে মোট ৩৭ হাজার ১৯১ জন ভোটারদের মধ্যে থেকে ২৪৭১৬ টি প্রদান করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন ও নারী ভোটার ১৮ হাজার ৪১৭ জন। ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল চারটা পর্যন্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available