• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৮:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৫৮:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বামনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৫৩:২০

বামনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বামনা (বরগুনা) প্রতিনিধি: বাংলা নতুন বছর উপলক্ষে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা রাইচরণ চৌকিদার বাড়ির সামনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল সোমবার বিকালে আয়োজিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে উপজেলার দূর-দূরান্ত থেকে শত শত মানুষ আসেন। ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠে এলাকার মানুষ।

স্থানীয়রা জানিয়েছেন, শত বছর ধরে দোসরা বৈশাখ বিকালে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মেলা বসে। মেলায় বিভিন্ন রকমের খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এমন আয়োজনে যোগ দিতে পেরে খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

মেলা দেখতে দূর-দূরান্তের শত শত নারী-পুরুষ-শিশু অংশ নেয়। হিন্দু-মুসলিম এক হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দে মেতে উঠেন সবাই।

মেলার আয়োজক তপন বাবু বলেন, ‘বর্তমান প্রজন্মকে অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই প্রতি বছর এ ঘোড়দৌড় ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা এখানে এসে আনন্দ উপভোগ করেন। প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩