• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৫৪:০২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৫৪:০২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

৪ আগস্ট ২০২৩ রাত ০৮:১২:৫৬

কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

জ ই বুলবুল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় তৌহিদী জনতার ব্যানারে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হকসহ সকল কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।  ৪ আগস্ট শুক্রবার মুফতী বেলায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন  মাওলানা মো.  মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নবীনগর উপজেলার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আব্দুল কাঈয়ুম ফারুকী, নবীনগর দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা মাকবুল হোসাইন, মাওলানা ফোরকান উদ্দিন নবীপুরী, হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা মুমিনুল হক ভূঈয়া, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মোকতার হোসাইন আমিনী, মাওলানা ফরহাদ হোসাইন ফরিদী, মাওলানা আব্দুর রউফ, হাফেজ সাদ-উল্লাহ, মুফতি আবু সুফিয়ান, মাওলানা মোফাজ্জল, হাফেজ রাকিবুল ইসলাম তাজ, মাওলানা আনোয়ার হোসাইন, মো. নিয়ামুল হুদা, মাওলানা কাউছার, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা রবিউল্লাহ, মাওলানা খালিদ সায়ফুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা আল্লামা মামুনুল হকসহ অন্যান্য কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানান। মানববন্ধনে পথচারী হাফেজ রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানানে হয়। এসময় অভিলম্বে অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫