রংপুর ব্যুরো: রংপুরে একই মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন এক ডজন যুগল। ব্যতিক্রমী এই আয়োজনে টাকা, বিয়ের রেজিস্ট্রেশন, বর-কনের পোশাক, সাজসজ্জা, প্রসাধনী, অতিথিদের আপ্যায়ন সবকিছুই বহন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। শুধু তাই নয়, বিয়ের পর নব-দম্পতির জন্য থাকছে কক্সবাজারে হানিমুনেরও সুযোগ। শর্ত শুধু একটাই, নেওয়া যাবে না কোনো যৌতুক, চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন।
৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নগরীর রূপকথা থিম পার্ক কনভেনশন হলে যৌতুকবিহীন এমন বিয়ের আয়োজন করা হয়। বর-কনের পোশাক থেকে তাদের সাজসজ্জা, বিয়ের খরচ ও আনুষঙ্গিক আয়োজনের দায়িত্ব নিয়েছে বেসরকারি এ সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সমাজে যৌতুকের কুপ্রথা বিলীন, মোহরানার সহজলভ্যতা ও সম্মানজনক সম্পর্কের ধারণা প্রচার করতে ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।
এক নবদম্পতি বলেন, আমরা এমন আয়োজনকে সাধুবাদ জানাই। আমরা এমন খবর পেয়ে নিজেরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছি। এমন আয়োজনে আমরা অনেক খুশি।
যৌতুকবিহীন এ বিয়েতে তাদেরকে দুটি শর্ত দেয়া হয়। যার একটি হচ্ছে, বিয়েতে কোনো যৌতুক নেওয়া যাবে না। অপরটি হচ্ছে, যে দেনমোহর ধার্য করা হবে সেটি সম্পূর্ণ আদায় করতে হবে। ‘বিয়ে আপনার, খরচ আমাদের’ ক্যাম্পেইনে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে এসেছেন বর ও কনে পক্ষের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরাও। সংস্থার পক্ষ থেকে তাদের যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে। নব দম্পতিদের তোশক, বালিশ এবং নতুন সংসার শুরু করতে প্রয়োজনীয় হাঁড়ি-পাতিল ও প্লেট-বাটিসহ গৃহস্থালির জিনিসপত্র উপহার দেয়া হয়। এছাড়া প্রত্যেক দম্পতির জন্য কক্সবাজারে হানিমুন প্যাকেজ ও বিবাহোত্তর যেকোনো বিষয়ে এসব দম্পতি পাবেন কাউন্সেলিং সেবাও।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, আমরা যৌতুক থেকে বিমুখ করতেই এই আয়োজন করছি, যাতে মানুষ সত্যের পথে আসে। বিয়েকে আমরা সহজ করতে চাই। মূলত যৌতুকের কুপ্রথা বিলুপ্তির পাশাপাশি লোভ দেখানো দেনমোহরে না ঝুঁকতেই এমন আয়োজন, যা আমরা সমাজের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available