নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোর-২ (নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে এমপির বিরুদ্ধে মন্তব্যকারী নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরকে দলীয় পদ থেকে দাবি জানানো হয়েছে।
৩ অক্টবর বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন নাটোর যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী, সাবেক ছাত্রলীগের নাটোর জেলার সভাপতি মাসুম, দিলীপ কুমার, সৈনিক লীগের জনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এমপি শিমুলকে নিয়ে গত ২ অক্টোবর মেয়র মনির ও সাধারণ সম্পাদক রমজান কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছেন তার অপরাধে তাদের পদ থেকে অপসারণ ও এমপি শিমুলের কাছে মাফ চাইতে হবে। ভবিষ্যতে এমন আচোরণ বা কর্মকাণ্ড করলে শক্ত হাতে তাদের প্রতিহত করা হবে।
উলেখ্য, গত ১ অক্টোবর আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল নাটোর সদরে বিএনপির সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশ শেষ করে বিকেলে ৫টায় নলডাঙ্গা উপজেলায় একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য রওনা হন। এ সময় গাড়ি বহরের সামনে থাকা আওয়ামী লীগ কর্মীদের পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের ভাতিজা শিশিরের সাথে বাইক বেপরোভাবে চালনো নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
পরে বিকেল ৫টায় এমপি শিমুল সমাবেশ শেষে ফেরার পথে মেয়র মনিরুজ্জামান মনির তার ভাতিজার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে এমপি সাহেবের গাড়ির সামনে গেলে আবারও নেতাকর্মীদের সঙ্গে মেয়ের মনির ও তার সাথে থাকা লোকজনের কথা কাটাকাটি হয়। পরে এমপি শিমুল নিজে গাড়ি থেকে নেমে পরিস্থিতি শান্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available