• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৪:৪৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৪:৪৩ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, হাসাপাতাল ভাঙচুর

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:১২:২১

শিবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, হাসাপাতাল ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসার কারণে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের উত্তেজিত স্বজনরা হাসাপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মারজিনা পারভিন রিনি (৩২) শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

নিহত রিনির ভাই দোলন খান জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মাথাব্যাথা নিয়ে মারজিনা পারভিন রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সাথে সাথে রিনির শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল। তখন দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ইনজেকশন পুশ করার পর শিবপুর পপুলার হাসপাতালে নিহত রিনির শরীর খারাপ হয়ে যাওয়ার খবরে রিনির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে, ভুল চিকিৎসায় মারা গেছেন রিনি। আসলে কি হয়েছে, তা তদন্ত সাপক্ষে বলা যাবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮