পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সস্টিউটে এই প্রথম একজন নারী কৃষি বিজ্ঞানী মহাপরিচালক পদে যোগদান করেছেন। নবনিযুক্ত মহাপরিচালক ড. ফেরদৌসি ইসলাম গত ১৪ জুলাই রোববার বিকেলে ঈশ্বরদীস্থ বিএসআরআই’র প্রধান কার্যালয়ে যোগদান করে দায়িত্বভার বুঝে নিয়েছেন।
ড. ফেরদৌসি ইসলাম গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউটের (বারি) পরিচালক সেবা ও সরবরাহ) এর দায়িত্ব পালন করছিলেন। তিনি সদ্য বিদায়ী মহাপরিচালক ড. ওমর আলীর স্থলাভিষিক্ত হলেন।
এর আগে গত ১০ জুলাই কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ অধিশাখার আদেশে ড. ফেরদৌসি ইসলামকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সস্টিউটে মহাপরিচালক পদে পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মু. মনিরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ড. ফেরদৌসী ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কৃষি গবেষণা ইনস্টিউটে থাকাকালীন নিজস্ব গবেষণায় সবজির নয়টি জাত উদ্ভাবন করেন এবং কৃষি প্রযুক্তি উন্নয়নে বিশেষ অবদান রাখেন ড. ফেরদৌসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available