স্পোর্ট ডেস্ক: প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলতে নামছে বাংলাদেশ নারী দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুই দেশের প্রথম ওয়ানডেতে টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বহুল প্রতিক্ষিত সিরিজটি। আজ ২১ মার্চ বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলির সঙ্গে টস করতে নামেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টস জিতেছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নিগার সুলতানা। উইকেটের সুবিধা তুলে নিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ককে।
ব্যাট করতে নেমে অবশ্য অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছেন বাংলাদেশের বোলাররা। শুরুতেই সফরকারী অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলাররা। ২৭ রানেই তুলে নিয়েছে ৩ উইকেট।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই ওপেনার ফোবে লিচফিল্ডকে বোল্ড করে দেন সুলতানা খাতুন। কোনো রানই করতে পারেননি লিচফিল্ড। ৬ষ্ঠ ওভারে আবারও সুলতানা তুলে নেন অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটার এলিসে পেরিকে। ২ রান করে আউট হন তিনি।
বাংলাদেশের বোলারদের সামনে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি। কিন্তু মারুফা আক্তারের বলে তিনি উইকেটের পেছনে নিগার সুলতানার হাতে ক্যাচ দেন। ৩৯ বলে ২৪ রান করে আউট হন হিলি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available