• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

নারী সাংবাদিকদের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে গোল টেবিল বৈঠক

১৮ আগস্ট ২০২৪ সকাল ০৮:০৬:২১

নারী সাংবাদিকদের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে গোল টেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের কাছে নারী সাংবাদিকদের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে মিডিয়ায় নারী সাংবাদিকদের বিদ্যমান সমস্যা ও সংকট দূর করে তাদের অংশগ্রহণ বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

১৭ আগস্ট শনিবার শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অন্তর্বর্তী সরকার : নারী সাংবাদিকদের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের আয়োজন করে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম।

সংগঠনের সভাপতি রোজী ফেরদৌসীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাংবাদিক মাহমুদা চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা অগ্রভাগে ছিলেন। তারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশের সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তবুও নারীর কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়নি। মিডিয়ায়ও নারীর অংশগ্রহণ অনেক কম। বর্তমান তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাও মিডিয়া নিয়ে অনেক আগ্রহী। তাই তাদের কাজের সুযোগ করে দিতে হবে। তাছাড়া সব মিডিয়ায় অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে।

বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, আজ গণঅভ্যুত্থানের প্রথম জাগরণ তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা। পরে সেখানে অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেন। সাংবাদিকতায়ও নারীদের বিশাল অবদান রয়েছে। পরিবর্তিত বাংলাদেশে নারী-পুরুষ মিলে দেশ গড়তে হবে। মানবিক বাংলাদেশ নেই বলে আজ নারীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। চলমান আন্দোলনে অসংখ্য শিশু ও নারীকে হত্যা করা হয়েছে। এসব থেকে নারীকে রক্ষা করতে এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে খুনি হাসিনার বিচার করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এ দেশের পুরুষের পাশাপাশি নারীরা যে ত্যাগ শিকার করেছে, তা নজিরবিহীন। এই অভ্যুত্থানের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে পারলে সব শ্রেণির মানুষের আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠা হবে। সাংবাদিক জগতে স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন স্থানে রয়ে গেছে। এখনও পত্র-পত্রিকা স্বৈরাচারের দোসর মুক্ত করতে পারিনি, তবে মুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩