রাঙামাটি প্রতিনিধি: আধুনিক নার্সিং স্বাস্থ্য পরিচর্যার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস পালনে রাঙামাটি শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কেক কাটা হয় এবং রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবায় ভিত্তি’ এই প্রতিপাদ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালে সকল স্তরের নার্সিং কর্মকর্তাদের অংশগ্রহণে ১২ মে রোববার সকালে জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাধায়ক দিপ্তী রানী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: এমএ হাই, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা.শওকত আকবর খান।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদার। দিবসটি উপলক্ষে র্যালি-আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available