• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৪৭:৩৮ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৪৭:৩৮ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জের স্কুলছাত্র রাকিবের ৪ দিনেও খোঁজ মেলেনি 

৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৩:৫০

কেরানীগঞ্জের স্কুলছাত্র রাকিবের ৪ দিনেও খোঁজ মেলেনি 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র রাকিবুল ইসলাম রাকিবের (১৭) চার দিনেও সন্ধান মেলেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। এর পর থেকে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মিলেছে না।

নিখোঁজের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন রাকিবের বাবা দুলাল মিয়া। রাকিব ওই এলাকার বাঘা পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার পরনে ছিল ফুল হাতার শাট ও ফুল প্যান্ট। দেখতে স্যামলা বর্ণের, উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি।

রাকিবের বাবা দুলাল মিয়া বলেন, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে রাকিবের সঙ্গে তার মায়ের সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয়। তার পর থেকে রাকিব বাড়িতে ফেরেনি। কেরানীগঞ্জ মডেল থানার ভাগনা মদীনা নগর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে রাকিব আমার স্থানীয় ঠিকানা আব্দুল্লাহপুরের নিজ বাড়ি এলাকায় যায়। তাছাড়া ওই এলাকাতেই সে বেশি সময় থাকে। কোনো কোনো সময় রাত ১১টা এবং কোনো সময় রাত ১২টায় ও ভাগনার ভাড়া বাসায় এলাকায় চলে আসে। ৩ ফেব্রুয়ারি রাতে আর রাকিব বাড়ি ফেরেনি। তাই হারিয়ে যাওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চান রাকিবের পরিবার।

থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা চালিয়ে তাকে খোঁজা হচ্ছে। সর্বশেষ তার মুঠোফোনে একটি কল আসে, সেই কলের সূত্র ধরে পুলিশ কাজ করছে।

দক্ষিণ কেরানীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাকিব নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তার সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার
১৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:১৪