নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার হাতিয়ার নিঝুম দ্বীপের এক পুকুরে এবার ৯ কেজি রুপালি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩৫০ থেকে ৫৫০ গ্রাম।
২৭ মার্চ বুধবার ভোর রাতের দিকে দ্বীপ উপজেলা নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের যুগান্তর কিল্লার উত্তরের পুকুরে মাছগুলো ধরা পড়ে।
ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আফছার উদ্দিন জানান, নিঝুমদ্বীপ ইউনিয়নের যুগান্তর কিল্লা গুচ্ছ গ্রামে দুটি পুকুর রয়েছে। যুগান্তর কিল্লার উত্তরের বড় পুকুরটি লিজ নিয়েছেন আবদুল মান্নান নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি এ পুকুরে গত কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন। পুকুরটি ২৫টি পরিবার ব্যবহার করে। পুকুর থেকে মাছ ধরার জন্য তিনি গত কয়েক দিন ধরে পুকুরে সেচ মেশিন বসিয়ে পানি কমান। পানি কমিয়ে বুধবার ভোর রাতের দিকে পুকুরের জাল ফেললে ৮ থেকে ৯ কেজি ইলিশ ধরা পড়ে। আশা করা হচ্ছে, এ পুকুরে আরও ইলিশ মাছ পাওয়া যাবে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন জানান, জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশ মাছও প্রবেশ করে। গত বছরও একই পুকুরে প্রায় ৪০ থেকে ৪৫ কেজি ইলিশ ধরা পড়ে। এ বছর প্রথম ধাপে এ ইলিশ গুলো ধরা পড়ে।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী জানান, পুকুরে ইলিশ মাছ ব্যবহারের বিষয়টি তিনি জেনেছেন। পুকুরের পানিতে ইলিশ পাওয়াটা ইতিবাচক। এটা নিয়ে চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রে কাজ চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available