• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:০৬:২২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৮:০৬:২২ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শার্শায় এক রাতেই কাঁচা মরিচের দাম বেড়ে দিগুণ, বিপাকে ক্রেতারা

১৪ জুলাই ২০২৪ দুপুর ১২:১৫:৪০

শার্শায় এক রাতেই কাঁচা মরিচের দাম বেড়ে দিগুণ, বিপাকে ক্রেতারা

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় এক কেজি কাঁচা মরিচ কিনতে হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। যা একদিন আগেও বিক্রি হয়েছে ২২০ থেকে ২৪০ টাকা কেজি। এক রাতের ব্যবধানে মূল্য বেড়েছে দিগুণ। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

১৩ জুলাই শনিবার শার্শার বাগআঁচড়া, নাভারন ও বেনাপোলসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, বাজার ও মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা বিক্রি হচ্ছে। অথচ এই কাঁচা মরিচ আগের দিন পর্যন্ত বিক্রি হচ্ছিলো ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে।

বাগআঁচড়া বাজারের সবজি বিক্রেতা মেহেদি হাসান জানান, বেগুন ১২০ টাকা, পটল ৪০-৫০ টাকা, শসা ৮০-১০০ টাকা, কাকরোল ৬০-৭০ টাকা, কচুর মুখি ৭০/৮০ টাকা, কেজিপ্রতি কাঁচা মরিচ ৩৮০-৪০০ টাকা ও লেবুর হালি ৮-২০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা আলীম উদ্দীন বলেন, ‘সকালে বাজার করতে এসে কাঁচা মরিচ কিনতে গিয়ে অবাক হয়েছি। একশ’ গ্রাম কাঁচা মরিচ ৪০ টাকা চাইছে, অথচ, গতকাল ছিলো ২০ টাকা। এক রাতের ব্যববধানে যদি এমন অবস্থা হয় তাহল আমাদের মতো নিম্ন আয়ের মানুষের অবস্থা কী হবে?’ তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চান।

বাজারের আড়ৎদাররা জানান, ‘ভারতের যে এলাকা থেকে কাঁচা মরিচ আসে, সে এলাকায় বন্যা চলছে। আমদানি থেকে চাহিদা বেশি থাকায় দাম বেশি হয়ে যাচ্ছে। তবে আজ থেকে হয়তো দাম একটু কমবে।’

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন বলেন, ‘বিষয়টি দেখছি। যদি ব্যবস্থা গ্রহণ করতে হয় তাহলে উপজেলা প্রশাসন অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫







কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৫ অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৫