• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রতিশ্রুতি নয়, যোগ্যতায় প্রাধান্য পাবে প্রার্থী: তরুণ ভোটার

১৬ মে ২০২৪ বিকাল ০৩:৪৬:৫২

প্রতিশ্রুতি নয়, যোগ্যতায় প্রাধান্য পাবে প্রার্থী: তরুণ ভোটার

খাগড়াছড়ি প্রতিনিধি: নানামুখী প্রচার-প্রচারণায় জমে উঠছে খাগড়াছড়ির নির্বাচনী মাঠ। ২১ মে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার-প্রচারণাও বেশ সরগরম হয়ে উঠেছে পার্বত্যর এই জেলায়। পোস্টার ব্যানার, বিলবোর্ড, উঠান বৈঠক মিছিল মিটিংসহ নানাভাবে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা।

দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছে খাগড়াছড়ি উপজেলা পরিষদের যোগ্য নেতৃত্ব তা নিয়েই যেন উৎসাহের শেষ নেই ভোটারদের মধ্যে। জেলার সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ নারী প্রার্থী মাঠে লড়ছেন।

তার মধ্যে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে দিদারুল আলম দিদার, মোটর সাইকেল প্রতীকে আকতার হোসেন, কই মাছ প্রতীকে জ্ঞান রঞ্জন ত্রিপুরা, টেলিফোন প্রতীক নিয়ে সুশীল জীবন ত্রিপুরা, দোয়াত কলম প্রতীকে সন্তোষিত চাকমা বকুল ও নজরুল ইসলাম ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মো. আসাদ উল্লাহ (বই), মো. এরশাদ হোসেন (চশমা), ক্যউচিং মারমা (তালা), শাহাব উদ্দিন সরকার (টিউবওয়েল), মো. আবু হানিফ (টিয়াপাখি)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কল্যাণী ত্রিপুরা (কলস), নিউসা মগ (প্রজাপতি) ও ফুটবল প্রতীক নিয়ে নিপু ত্রিপুরা মাঠে লড়ছেন।

এখানে পাহাড়ি-বাঙালী ভোটারদের সংখ্যার হিসাব নিকাশ এবার বেশ জটিল। তবে সবখানেই প্রচারণায় গণজোয়ার দেখা যায় প্রার্থীদের। পাহাড়ি-বাঙালিরা জননন্দিত নেতাদের চেয়ারম্যান পদে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করতে দেখা যাচ্ছে। একাধিক পাহাড়ি প্রার্থী হওয়ায় জয় নিশ্চিত করতে হলে হিসাব মেলাতে হবে সাবধানে। তাই ভোটারদের  মুখে মুখে ‘যোগ্যতাই নির্বাচিত করবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের’।

তবে এইবার খাগড়াছড়িতে প্রতিশ্রুতিতে নয়, যোগ্যতা বিবেচনায় প্রাধান্য পাবে বলে বলছেন তরুণ ভোটাররা। উৎসবের আমেজের এ নির্বাচনে নতুন মাত্রা যুক্ত করেছে যোগ্য প্রার্থীর আলোচনা। উঠান বৈঠকে স্থান পাচ্ছে নানা প্রতিশ্রুতি। ভোটারদের মনযোগ পেতে মরিয়া সকল প্রার্থী।

নির্বাচনকে সামনে রেখে মাঠ কাঁপিয়ে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহর ও বিভিন্ন পাড়া। জেলা শহর থেকে প্রত্যন্ত এলাকায় শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার-ব্যানার। এদিকে খাগড়াছড়িতে ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দিদারুল আলম পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত থাকলেও রাজনীতির বাইরেও সামাজিকভাবে তার পরিচিতি সাদা মনের একজন মানুষ হিসেবে।

চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম বলেন, নির্বাচন করছি জনগণের সেবা করার মানসিকতা নিয়ে। জয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনবান্ধব-খাগড়াছড়ি সদর উপজেলা গঠনের পাশাপাশি সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটাতে সকল সম্প্রদায়ের জনকল্যাণে নিজেকে আত্ম নিয়োগ করতে চাই।

খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ কবির সোহাগ, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান প্রার্থীদের, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আচরণ বিধি মেনে চলার আহবান জানান।

অন্যদিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পুলিশ প্রশাসন নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে আছে। সব ধরনের সহায়তা করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান। কেউ যাতে কোন বিশৃঙ্খলা করতে না পারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২১ মে ২০২৪ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দীঘিনালা,পানছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। খাগড়াছড়ি সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯২ হাজার ৮শ ৬৪। তার মধ্যে পুরুষ- ৪৭ হাজার ৮শ ৯৫, নারী- ৪৪হাজার ৯শ ৬৯ বলে জানা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২