• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

২০ মে ২০২৪ বিকাল ০৩:৫৪:৪৮

রাজস্থলীর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: আগামীকাল ২১ মে মঙ্গলবার রাজস্থলী উপজেলা পরিষদের নির্বাচন। এ উপলক্ষে ২০ মে সোমবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

দুপর সাড়ে ১২টা থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এবং উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করেন।

এ সময় রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাচনি সরঞ্জামাদী নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় দুর্গম কেন্দ্রে কেন্দ্রে রওনা করেছেন কর্মকর্তারা।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, উপজেলা সদর হতে দূরবর্তী হওয়ায় ১নং ঘিলাছড়ি  ইউনিয়নের ২টি কেন্দ্র এবং ২নং গাইন্দ্যা ইউনিয়ন চুষাক পাড়া ও বাঙ্গালহালিয়া কাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো হয়েছে। অন্য ১০টি কেন্দ্রে সকাল ৫ টার সময় নির্বাচনি সরঞ্জামাদী পাঠানো হবে।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবির টহল থাকবে।

রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানিয়া আক্তার বলেন, উপজেলার ৩টি ইউনিয়নে  ১৪টি ভোট কেন্দ্রে ৬৪টি বুথে সর্বমোট ২০৮৬৭ জন ভোটার ভোট প্রদান করবেন।  এরমধ্যে পুরুষ ভোটার ১০৫৮৬ জন এবং মহিলা ভোটার ১০২৮১ জন।

তিনি জানান, মোট ১৪ জন প্রিজাইডিং অফিসার, ৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২৮ জন পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, রাজস্থলী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান উবাচ মারমা ও রিয়াজ উদ্দিন রানা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে গৌতমি খিয়াং ও ভাইস চেয়ারম্যান পদে হারাধন কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩