স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণাকালে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমনের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা সুমনের প্রচারণার ১টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস, মাইক, টেবিল ও চেয়ার ভাংচুর করে। এ সময় সুমনের তিনজন কর্মীও আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মোখলেসুর রহমান সুমন জানান, ১৮ মে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকদাহ ইউনিয়নের ব্রাক্ষনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নির্বাচনী প্রচারণামূলক সভা ছিল। এ সময় ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন সমর্থিত প্রার্থী কাউসার ভুইয়ার লোক তুহিন ইয়াকুব ও আক্কাস সহ শতাধিক কর্মী এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের প্রচারণা বহরের প্রাইভেট কার ও মাইক্রেবাস, মাইক, চেয়ার ও টেবিল ভাংচুর করে।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরণ জানান, মোখলেসুর রহমান মিরনের প্রচারণাকালে আমি বক্তব্য দিতে গেলে একটি শব্দে বুঝতে পারি আমাদের বহরের গাড়ি ভাংচুর হচ্ছে। এরপর আমাদের সভাস্থলের টেবিল চেয়ার ভাংচুর করে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়।
এ বিষয়ে এমপি নিক্সন চৌধুরীর সমর্থক প্রার্থী কাউছার ভূইয়া জানান, মিথ্যা ও অসত্য কথা বলার চেষ্টা করছে প্রতিপক্ষ। আমি ঘটনার সময় অন্য আলগি ইউনিয়নের মিটিং করছিলাম। কে বা কারা হামলা করেছে তা আমি জানি না।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশীদ জানান, হামলাকারীরা সুমনের বহরে হামলা করে ভাংচুর করেছে। সুমন অভিযোগ দিলে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available