কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রেসক্লাবের ২০২৪-২৬ সেশনের নির্বাচন।
২৮ জুলাই রোববার দুপুর ১২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৩টায়। এতে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক ৩১ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দিনভর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটের কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক।
নির্বাচনে ৫৭টি ভোটের বিপরীতে ১৭টি পদে প্রার্থী ছিলেন ৩৩ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২টি পদের প্রার্থীরা। বাকি ১৫টি পদে প্রার্থিতা নির্বাচন করেন ৩১ জন।
ফলাফলে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশ অভজারবারের কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল ও দি ডেইলি আওয়ার টাইমের কুমিল্লা প্রতিনিধি মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার বাহার রায়হান।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন জাকির।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তারা হলেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি দিলীপ মজুমদার, দৈনিক ময়নামতি পত্রিকার স্টাফ রিপোর্টার মামশাদ কবির, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন। এছাড়াও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন. কে রিপন।
ফলাফল ঘোষণা শেষে প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশাবাদী, যারা নেতৃত্বে আসছেন তারা আগামীতে প্রেস ক্লাবের সকল কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available