• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৫২:২৫ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৫২:২৫ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়: সিইসি

২ মার্চ ২০২৫ বিকাল ০৩:৪১:৩৭

সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে।

২ মার্চ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাসির উদ্দিন বলেন, আমাদের এজেন্টরা নাই, কারও অ্যাজেন্ডা বাস্তবায়নে আমরা নাই, আমাদের অ্যাজেন্ডা বাংলাদেশের মানুষের অ্যাজেন্ডা, আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন সেটা আমরা করবো।

তিনি বলেন, মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধমত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

সিইসি আরও বলেন, রমজান মাসের কথা উল্লেখ করে সিইসি সবার কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার ওয়াদা নেন। মরা নির্বাচন নিয়ে আর বিলাপ করতে চাই না। বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য ভালো হয় না। প্রত্যাশা কেউ এই কাজ করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। সবার সহযোগিতা চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
১ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৫৫:০৯




পলাশে গণপিটুনিতে দুই ভাই নিহত
১ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩৯:৩৮