• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৭:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৭:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাত পোহালেই ভোট, প্রস্তুত নির্বাচন কমিশন

৪ জুন ২০২৪ বিকাল ০৩:৩২:৫৩

রাত পোহালেই ভোট, প্রস্তুত নির্বাচন কমিশন

রংপুর ব্যুরো: রাত পোহালেই ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপে রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাচন। ইতোমধ্যেই নিরপেক্ষ ভোট নিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

৪ জুন মঙ্গলবার বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন জানান, বদরগঞ্জ উপজেলা নির্বাচনে কমিশনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে তাদের দায়িত্ব পালন করছেন।

কোথাও যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সার্বক্ষণিক মডেলিং করা হচ্ছে। এবারে বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।

প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং ৬ প্লাটুন বিজিবির সঙ্গে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার প্রতিটি কেন্দ্রের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য টহলরত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, বদরগঞ্জ উপজেলায় ২ লাখ ৪৩ হাজার ৬৮টি ভোট রয়েছে। এর মধ্যে পুরুষ ভোট রয়েছে ১ লাখ ২২ হাজার ৭২১টি ও মহিলা ভোট রয়েছে ১ লাখ ২০ হাজার ৩৩৯টি। এর মধ্যে হিজড়া ভোট রয়েছে ৮ টি।

এ উপজেলায় মোট কেন্দ্র রয়েছে ১০৩টি। ৬৩৫টি বুথে ১ হাজার ৪৮৬ আনসার ভিডিপির সদস্যসহ প্রায় ৬ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩