• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৬:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৬:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভিসা নীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন: ইসি আনিছুর

২৬ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:০০:৫৪

ভিসা নীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন: ইসি আনিছুর

গাজীপুর প্রতিনিধি: ভিসা নীতি নিয়ে ভাবছে না নির্বাচন কমিশন। ভিসা নীতি নিয়ে ভাবার বিষয় সরকারের। সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে আর জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমান।

দুপুরে গাজীপুরের শ্রীপুরে কয়েকটি ধাপে ২ লাখ ৮৫ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব বিষয়ে জানান নির্বাচন কমিশনার।

এছাড়াও তিনি বলেন, বিএনপির সাথে সংলাপের আর কোন সুযোগ নেই। তবে সুষ্ঠু  নির্বাচনের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। এর আগেও বহুবার বিএনপিকে সংলাপের দাওয়াত দেয়া হয়েছে। তবুও তাঁরা আমাদের আহ্বানে সারা দেয়নি। এখন আর তাদের সংলাপের দাওয়াত দিবে না নির্বাচন কমিশন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবির। তিনি বলেন, বিশ্বের সব দেশ স্মার্ট জাতীয় পরিচয় পত্র দিয়েছে। বর্তমান সরকারও সবার হাতে হাতে স্মার্ট কার্ড তুলে দিতে একটি প্রকল্প হাতে নেয়। এখন সরকারি টাকায় মানুষকে বিনা খরচে কার্ডটি প্রদান করা হচ্ছে।

আর স্মার্ট জাতীয় পরিচয় পত্রের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, স্মার্ট এনআইডি কার্ডে কোনও ভূল তথ্য থাকলে সঠিক তথ্য দিয়ে সেই এনআইডি কার্ড সংশোধনের সুযোগ রয়েছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান, জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামসহ আরও অনেকে। ৫ম ধাপে শ্রীপুর উপজেলায় এই স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হলো। এরপর এ জেলার কাপাসিয়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করবে ইসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩