স্টাফ রিপোর্টার, সাভার: সাভারে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত আওয়ামী মনোনীত প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
১০ জানুয়ারি বুধবার রাত ৯টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাতলাপুর এলাকায় এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ঈগল প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের সমর্থক মো. হৃদয়, পান্না ও সাগর। এছাড়া আওয়ামী সমর্থিত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী ডা. এনামুর রহমানের সমর্থক ইকবাল হোসেন সম্পদ, সিফাত, সায়মন, সাগর ও সাভার পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহত ফরহাদ হোসেন বলেন, নির্বাচনের দিন কাতলাপুর কেন্দ্রের ফলাফল প্রকাশ হলে ঈগলের প্রার্থী নৌকার চেয়ে কিছু ভোট বেশি পায়। এই ওয়ার্ডে জয়ী হওয়ায় নৌকার কর্মী-সমর্থকদের ওপর চড়াও হয় ঈগলের সমর্থকরা। সেদিন নৌকার কর্মীদের কিল-ঘুষি মারে। এ সময় কাতলাপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনা থানায় জানালে উপ-পরিদর্শক (এসআই) রাসেলের ওপর মীমাংসার দায়িত্ব দেন ওসি। পরে এসআই রাসেল স্থানীয় হালিমের ওপর মীমাংসার দায়িত্ব দেন। ১০ জানুয়ারি বুধবার হালিমের অফিসে মীমাংসার জন্য নৌকা প্রতীকের সমর্থকরা গেলে সেখানেও কথা-কাটাকাটি হয়। এ সময় ঈগলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় নৌকার আটজন আহত হন।
ঈগলের সমর্থক হৃদয় বলেন, ‘লাদেন, সম্পদ, রাকিবসহ বেশ কয়েকজন আমাদের ওপর মোটরসাইকেল যোগে এসে হামলা চালায়। আমরা ঈগল প্রতীকের প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের সমর্থক বলে আমাদের ওপর হামলা চালায় তারা।’
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available