পাবনা প্রতিনিধি: পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) নোঙ্গর প্রতীকের প্রার্থী কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া ও ভোটকেন্দ্রে অসঙ্গতিসহ নানান অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
৭ জানুয়ারি রোববার বিকেল ৩টার দিকে ভোট বর্জনের ঘোষণা তিনি।
তিনি বলেন, আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। আমি নিজ হাতে কয়েকটা ধরেছি। ধরে ধরে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দিয়েও কোনও প্রতিকার পাইনি। এরপর ভোট বর্জন করেছি।
এর আগে, ভোট শুরুর পর সকাল সাড়ে ১০ টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন ডলি সায়ন্তনী। তখন তিনি অভিযোগ করে বলেন, সুজানগরের অধিকাংশ কেন্দ্রে ভোটারদের হাতে নৌকা প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত কাগজ দেওয়া হচ্ছে। ভোটাররা সেই কাগজ হাতে নিয়ে কেন্দ্রে আসছেন। কেন্দ্র থেকে স্থানীয় গ্রাম প্রধানরা তাদের নৌকায় ভোট দিতে বলছেন। একই সঙ্গে প্রকাশ্যে ব্যালট পেপার ভাঁজ করতে বলছে। সুজানগরের মোহাম্মদদীয়া দাখিল মাদরাসা, মানিকহাট, সুজানগর পৌর এলাকার অধিকাংশ এলাকায় নৌকার প্রার্থীর সমর্থকরা জাল ভোট দিচ্ছে। জোর করে ভোট কেটে নিচ্ছে। নোঙ্গর মার্কার এজেন্টদের বের করে দিচ্ছে।
পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার সুখময় সরকার বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে উনি কোনও অভিযোগ দেননি। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোনও অনিয়ম হচ্ছে না। উনি অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available