বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, উপজেলার কালিশুরি ইউনিয়নে মোহাম্মদ নাঈম মল্লিক নামে এক ব্যক্তি এ নির্যাতন করেন।
নির্যাতনের স্বীকার মো. সিয়াম মল্লিক কালীশুরী হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
২২ জানুয়ারি সোমবার স্থানীয় এক ব্যক্তির আইডি থেকে এ ভিডিও ফাঁস হলে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনে তোলপাড় শুরু হয়।
সরেজমিনে জানা যায়, গত ১০ জানুয়ারি কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক নাঈম মল্লিক ইউনিয়নের ধলা পাড়া বেড়িবাধ সংলগ্ন পানি ব্যবস্থাপনা লিমিটেড কার্যালয়ে সিয়ামকে ধরে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে। নির্যাতনের সময় কোনো এক ব্যক্তি নির্যাতনের ভিডিওটি তার মোবাইলে ধারণ করেন। পরে সোমবার সেটি ফাঁস করা হয়।
ভিডিওতে দেখা যায়, দশম শ্রেণীর ছাত্র সিয়াম মল্লিককে নাঈম মল্লিক লাঠি দিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে অমানবিক নির্যাতন করে। নাঈম মল্লিক কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন মল্লিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।
এ ব্যাপারে পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল মল্লিক বলেন, নাঈম মল্লিক একজন সন্ত্রাসী। তিনি জোর করে ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা অফিসকে দখল করে নিজে বসবাস করছেন। ওখানে নিয়মিত জনসাধারণকে ধরে নিয়ে নির্যাতন করেন। ধলা পাড়া পানি ব্যবস্থাপনা অফিস থেকে নাঈম মল্লিককে উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দরখাস্তের মাধ্যমে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার জামাল বলেন, এটি নিশ্চয়ই অন্যায় কাজ।
ঘটনার বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন, ভিডিও পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available