• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ০৯:৫৭:৩১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ০৯:৫৭:৩১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ছাত্র-রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার চায় নোবিপ্রবি ছাত্রদল

৩ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪১:২৪

ছাত্র-রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার চায় নোবিপ্রবি ছাত্রদল

নোবিপ্রবি প্রতিনিধি: ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদল। ২ ডিসেম্বর সোমবার উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা সংবাদ সম্মেলন করেন।

নোবিপ্রবি ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব সাহারাজ উদ্দীন জিহানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্মারকলিপি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান। এছাড়া ছাত্রদলের সাব্বির হোসাইন শান্তসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নয়ন এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আপনি (উপাচার্য) ও প্রশাসন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তবে, নোবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারির পর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কিছু নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

আমরা লক্ষ্য করছি, প্রজ্ঞাপন জারির পর থেকে রাজনীতি নিষিদ্ধ থাকায় ক্যাম্পাসে "অপরাজনীতি" আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নিষিদ্ধ সংগঠনগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং খেলাধুলা, ক্লাব ও মানবিক কার্যক্রমের আড়ালে ছাত্রলীগের পুনর্বাসনের মতো ঘটনাগুলো আমাদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

আমরা মনে করি, গণতান্ত্রিক চর্চা ও ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্বদানের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষ্ঠু ছাত্র রাজনীতি তরুণদের সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। তদুপরি, নিষিদ্ধের পরিবর্তে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সংস্কারমূলক, ইতিবাচক এবং ইনক্লুসিভ ছাত্র রাজনীতি পরিচালিত হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে বলে বিশ্বাস করি। আমরা "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল" নোবিপ্রবি শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ৮ দফা দাবি জানাই।

দাবিগুলো হলো- ছাত্র রাজনীতি পুনর্বহাল, গণতান্ত্রিক রিজেন্ট বোর্ড গঠন, দোসর ও অবৈধ নিয়োগ মুক্ত ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের অধিকার ও সেবার উন্নয়ন, মেয়েদের হল রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে হবে এবং প্রতিটি হলে ভর্তুকি সংযুক্ত ডাইনিং চালু করতে হবে, শিক্ষার্থীদের বসার স্থান, প্রযুক্তি ও আলোকসজ্জা, সৌন্দর্য রক্ষা ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ৯ আগস্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের রাজনীতি এবং রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করে রিজেন্ট বোর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গত অর্থ বছরে মেট্রোরেলে আয় ২৪৪ কোটি টাকা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৩৭:৫৫



অবশেষে জাবিতে বাতিল হলো পোষ্য কোটা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:০২:১৩