স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট মহানগরে মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করার কয়েক ঘণ্টার মধ্যেই র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা।
১৮ নভেম্বর সোমবার মধ্যরতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটের সময় এসএমপি সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। আসামীদের এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার ১৮ নভেম্বর সকাল ৭টার দিকে মহানগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেন একদল যুবক। মিছিলের ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available