সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ওই অভিযান চলে।
অভিযানে নীলফামারী বড়বাজার এলাকায় মেসার্স ভাই ভাই স্টোর নামক দোকান থেকে ২৩১ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন রাখা এবং বিক্রির দায়ে দোকান মালিক মো. আব্দুর রহিমের জরিমানা করা হয় দুইশত টাকা।
এটি সতর্কতামূলক জরিমানা করা হয় বলে জানানো হয় অভিযান পরিচালনাকারীর পক্ষ থেকে। এ সময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
নীলফামারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার ওই অভিযানে নেতৃত্ব দেন। সাথে পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করতে দোকান মালিকদের সতর্ক করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available