• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৪:৪৯ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৪:৪৯ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুকসুদপুরে সাড়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৩২:১৮

মুকসুদপুরে সাড়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আনুমানিক সাড়ে ৩ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার রাগদি ইউনিয়নের ছাগল ছিড়ায় অবস্থিত মেসার্স হট ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমানের নেতৃত্বে মুকসুদপুর পুলিশের একটি চৌকস দল এই পলিথিন জব্দ করে।

এ সময়ে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। অবৈধ পলিথিন জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ১ নভেম্বর থেকে দেশে পলিথিন এবং পলি প্রোপাইলিন ব্যাগের ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও গোপালগঞ্জ শহরসহ গোটা দক্ষিণাঞ্চলের হাট বাজারে কাঁচামালসহ সর্বত্রই অবাধে চলছে এই পলিথিন ব্যাগের ব্যবহার। পলিথিনের বিকল্প সামগ্রী ব্যয়বহুল হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করতে হচ্ছে বলে জানান বিক্রেতারা।  

গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান জানান, পরিবেশ রক্ষায় পলিথিনের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭