• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৪:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৪:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

উল্লাপাড়ায় ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

১৯ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:০৩:৩২

উল্লাপাড়ায় ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিনসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে হাটিকুমরুলের আঁখি যমুনা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে (ট্রাক চালক) কামরুল হাসান মিন্টু (২৮), একই গ্রামের মান্নানের ছেলে (হেলপার) আবদুল্লাহ আল মাহিদ (১৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলিথিনবাহী একটি ট্রাক ঢাকা হতে রাজশাহীর দিকে যাবে। এ খবর পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার আঁখি যমুনা হোটেলের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাই। তল্লাশির এক পর্যায়ে ঢাকা হইতে রাজশাহীগামী একটি ট্রাক সিগন্যাল দিয়ে আটক করা হয়।

তিনি আরও বলেন, চালক জানান তার গাড়িতে আনুমানিক ৫ পাঁচ টন নিষিদ্ধ পলিথিন আছে। তাদের দেয়া তথ্য মতে গাড়ি থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করি এবং ট্রাকসহ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক
২ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩৫:৫৭