টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২১ অক্টোবর সোমবার বিকেল সোয়া ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশোপুর বাইপাস এলাকায় বাস এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষপাল পাড়ার জাহাঙ্গির আলমের ছেলে আদমান আলম (১৭) ও সন্তোষ পাতুলিপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে মো. তাইয়ুম আলম (১৭)।
পুলিশ জানায়, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নান্নু খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগির হোসেন জানান, এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available