নোবিপ্রবি প্রতিনিধি: বুধবার ৩০ অক্টোবর বিকেলে ফুটবল খেলে সন্ধ্যায় হলে গিয়ে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হচ্ছিলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তফা তারেক সিয়ামকে । কিন্তু পথেই শেষ পর্যন্ত নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মো. মোস্তফা তারেকের গ্রামের বাড়ি নড়াইল জেলার আলাদাতপুর গ্রামে। পরিবারে সে ছিল বড় ছেলে, তার একমাত্র ছোট বোন সপ্তম শ্রেণীতে পড়ে। সিয়াম বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী।
শিক্ষা প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. মোস্তফা তারেক (সিয়াম) বিকেলে সেন্ট্রাল ফিল্ডে ফুটবল খেলে রুমে ফেরার পথে হলের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে জানান তার সহপাঠীরা। পরবর্তীতে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হঠাৎ হার্ট ফেইল করে তারেক সিয়াম মারা যায় বলে জানান নোয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান। তিনি আরও বলেন, তাকে হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়।
শিক্ষার্থী সিয়ামের মৃতদেহকে তার নিজ বাড়ি নড়াইলে নেওয়ার আগে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাসে আনা হয়। এই সময় তার সহপাঠী, বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র সবাই সিয়ামের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। পরে ক্যাম্পাসে কিছুক্ষণ অপেক্ষা করে রাত ৯টার দিকে নড়াইল তার নিজ বাড়ির উদ্দেশ্যে সিয়ামের লাশবাহী অ্যাম্বুলেন্স রওনা দেন।
এদিকে তার সহপাঠীরা জানান, সিয়ামের বুকে ব্যথা উঠলে বিশ্ববিদ্যালয় মেডিকেলে কোনো প্রাথমিক চিকিৎসা না পেয়ে নোয়াখালী সদর মেডিকেলে নেওয়ার জন্য কর্তৃপক্ষ থেকে এম্বুলেন্স চাইলে তারা জানান, অ্যাম্বুলেন্স নষ্ট। এমতাবস্থায় অন্য রিকশা করে নোয়াখালী সদরে হাসপাতালে নেওয়ার সময় মাঝপথে শেষ নিশ্বাস ত্যাগ করেন সিয়াম।
এ বিষয়ে শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম বলেন, সে খুবই আন্তরিক ও ভদ্র ছেলে ছিলো । আমি তাকে বিভিন্ন সংগঠনের ভলানটিয়ার হিসেবে বিভিন্ন সৃজনশীল কাজ করতে দেখেছি। তার এই অকাল মৃত্যুতে আমরা পুরো শিক্ষা প্রশাসন পরিবার শোকাহত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, আমরা তার অসুস্থতার খবর শুনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলি, ডাক্তার তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং বিশ্ববিদ্যালয় হতে নিজস্ব পরিবহনের মাধ্যমে তার পরিবারের কাছে নড়াইলে মরদেহ পৌঁছানোর জন্য ব্যবস্থা করি। সর্বশেষ শিক্ষক ও তার সহপাঠীদের সহযোগিতায় মৃতদেহ তার গ্রামের বাড়ি আলাদাতপুরে পাঠানোর ব্যবস্থা করি।
প্রসঙ্গত, ৩১ বৃহস্পতিবার বাদ জোহর নোবিপ্রবি ক্যাম্পাসে তারেক সিয়ামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available