আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে আরও ২ হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। দেশটিতে যেসব নতুন হাসপাতাল চালু হয়েছে এবং যেগুলো খুব দ্রুত চালু হবে ওইসব চিকিৎসাকেন্দ্রে এসব নার্স নিয়োগ দেওয়া হবে।
৮ জানুয়ারি সোমবার কুয়েত টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সরকারি সূত্রমতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা করেছে। সূত্রটি জানায়, দুই হাজারের বেশি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। যে সকল দেশ থেকে নার্স নিয়োগ দেওয়া হবে সেগুলি হলো- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও ফিলিপাইন।
প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েত তাদের নিজেদের দেশ থেকে বা স্থানীয় পর্যায়েও নার্স নিয়োগ দেবে। মূলত কুয়েতের স্বাস্থ্যসেবায় কর্মশক্তি বাড়াতে এবং দেশটির চিকিৎসা পরিষেবার সামগ্রিক উন্নতিতে অবদান রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
সেদেশের পরিসংখ্যানগুলি বলছে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২২ হাজার ২১ জন নার্স নিয়োগ করেছে। যাদের মধ্যে এক হাজার ৪ জন স্থানীয় নাগরিক। বাকি ২১ হাজার ১৭ জন প্রবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available