নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
১২ আগস্ট সোমবার রাতে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এরআগে, ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর ১০ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ জন বিচারপতি পদত্যাগ করেন।
তারা হলেন- বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। একইদিন বিকালে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তবে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম পদত্যাগ না করে স্বপদে বহাল আছেন।
পরে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে ছয় জন বিচারপিতর রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available