• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৩৩:৪৫ (12-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৩৩:৪৫ (12-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডুয়েটের নতুন উপাচার্য জয়নাল আবেদীন

২২ অক্টোবর ২০২৪ সকাল ০৮:১৪:৫৪

ডুয়েটের নতুন উপাচার্য জয়নাল আবেদীন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের দাবিতে ক্যাম্পাসের শিক্ষককেই ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

২১ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।এর আগে সম্প্রতি দ্রুত সময়ে স্থায়ী ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ডুয়েট থেকেই ভিসি নিয়োগের দাবি জানিয়েছিলেন।

পাঁচটি শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো হলো- ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঝোপের মধ্যে পড়েছিল বৃদ্ধের মরদেহ
১২ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০১:৪৯


কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১
১২ এপ্রিল ২০২৫ সকাল ১০:৫৫:১৮