ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২ ডিসেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন- উপ-উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গির আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি বা আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তাঁদের বেতন হবে বর্তমান বেতনের সমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন-বিধি ছাড়াও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। তাঁরা ৪ বছর এই পদে দায়িত্ব পালন করবেন। এছাড়াও সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে তাঁদের।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পলায়নের পর ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেন সাবেক উপ-উপাচার্য ও কোশাধ্যক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available