• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০৯:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০৯:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

৩ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬:৫৩

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক: পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এবার বিজয়ী হয়েছেন ৩ জন পদার্থ বিজ্ঞানী। তাঁরা হলেন, পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং ল’হুইলিয়ার। ৩ অক্টোবর মঙ্গলবার স্টকহোমে পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

নোবেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অ্যাগোস্টিনি, ক্রাউস এবং ল’হুইলিয়ার আলোর সংক্ষিপ্ত স্পন্দন তৈরির উপায় আবিষ্কার করেছেন, ইলেকট্রনের চলাচল বা শক্তি পরিবর্তনের প্রক্রিয়া দ্রুত পরিমাপ করতে এটি ব্যবহার করা হয়। ৩ বিজ্ঞানীর এ আবিষ্কার অনু-পরমাণুর ভেতরে ইলেকট্রনের জগৎকে মানুষের সামনে নতুন করে সম্ভাবনার সৃষ্টি করেছে।

গত বছরও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জেতেন ৩ বিজ্ঞানী। তারা হলেন ফরাসি বিজ্ঞানী অ্যালেইন অ্যাস্পেক্ট, মার্কিন বিজ্ঞানী জনএফ ক্লজার এবং অস্ট্রিয়ান বিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। বিজড়িত ফোটন নিয়ে পরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা এবং কোয়ান্টাম তথ্য নিয়ে গবেষনার ফলে নোবেল পুরস্কার জেতেন তাঁরা।

১৮৯৫ সালে ডিনামাইটের আবিষ্কারক প্রখ্যাত সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের একটি উইল অনুযায়ী বিখ্যাত নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। সে সময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য ৫টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। পরবর্তীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ছে । গত বছরের চেয়ে এ বছরের বিজয়ীরা ১০ লাখ সুইডিশ ক্রোনা বেশি পেতে চলেছেন। নোবেল ফাউন্ডেশন জানায়, ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য আগের চেয়ে বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ক্রোনা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩