আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। ২৭ জুলাই বৃহস্পতিবার ঝড়ো বাতাসের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির রাজধানী ম্যানিলার কাছে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রবল বাতাসের মধ্যে রাজধানী ম্যানিলার কাছে একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। ডুবে যাওয়া নৌকায় ঠিক কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। নৌকাডুবিতে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি)।
দেশটির দুর্যোগ কর্মকর্তা নিল ফেরার ডিজেডআরএইচ রেডিওকে বলেছেন, নৌকাডুবির পর ৪০ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও ৬ জন নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে।
ফিলিপাইন কোস্ট গার্ডের (পিসিজি) শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা নারীর মতো দেখতে এক যাত্রীর মৃতদেহ টেনে আনছেন।
পিসিজি জানিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটি ভূখণ্ড থেকে ৪৫ মিটার দূরে ছিল এবং প্রবল বাতাস আঘাত হানার ফলে সমস্ত যাত্রী আতঙ্কিত হয়ে নৌকার একপাশে চলে যায়। এর ফলে ভারসাম্য হারিয়ে নৌকাটি একপর্যায়ে বিনঙ্গোনানের কাছে পানিতে ডুবে যায়।
বিনঙ্গোনান হচ্ছে ফিলিপাইনের একটি উপকূলীয় শহর এবং রাজধানী ম্যানিলা থেকে এটি মাত্র দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available