• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩০:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩০:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

জিয়া দেশের সংবিধান পাল্টে দিতে চেয়েছিলো: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

১৮ আগস্ট ২০২৩ বিকাল ০৫:০৫:৫৯

জিয়া দেশের সংবিধান পাল্টে দিতে চেয়েছিলো: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জিয়াউর রহমান দেশের সংবিধান পাল্টে দিতে চেয়েছিলো। আর সে স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার সন্তানেরা।  

তিনি আরও বলেন, স্বাধীনতা আন্দোলন সংগ্রামের দিনগুলোতে বঙ্গবন্ধু জীবনে কখনো পাকিস্তানীদের সাথে আপোষ করেননি। দেশে থাকতে হলে ৬ দফার ঘোষনাপত্র, স্বাধীনতার ইসতেহার মেনেই রাজনীতি করার সুযোগ আছে, এর ব্যত্যয় ঘটলে দেশে থাকার কোনো সুযোগ নাই।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৮ আগষ্ট শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের উদ্দ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সেই সময়ে দেশে জিয়াউর রহমান সান্ধ্য আইন জারি করেছিলেন, যে কারণে সাধারণ জনগন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়িঘর থেকে বের হতে পারতেন না। অথচ তারাই এখন গণতন্ত্রের কথা বলে দেশি-বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে এবং মিথ্যাচারে ব্যস্ত আছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সঞ্চালনায় এবং স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা অওয়ামীলীগের সহ-সভাপতি বজলুর রহমান, কামরুল হুদা হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, জেলা যুবলীগ সভাপতি রাশেদ পারভেজ, শিল্প ও বণিক সমিতির পরিচালক মসহিদুর রহমান পাটোয়ারী মোহন, জাসদ শহিদুল ইসলাম শহিদুল্লাহসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সুধিসমাজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩