• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:১৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৫:১৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

থানার ভেতরে পুলিশের এএসআই গুলিবিদ্ধের ঘটনায় চাঞ্চল্য

২৪ জুন ২০২৪ সকাল ০৯:২২:২৯

থানার ভেতরে পুলিশের এএসআই গুলিবিদ্ধের ঘটনায় চাঞ্চল্য

ভোলা প্রতিনিধি: ভোলায় নৌ-থানার ভেতরেই পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও টেবিলের ওপর রাখা নিজ বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে এএসআই মোকতার গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আহতকে পরে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ওই এএসআইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে আহত পুলিশ সদস্যের সহকর্মীরা জানিয়েছেন।

২৩ জুন রোববার বিকালে সদর উপজেলার জংশনে অবস্থিত ইলিশা নৌ-থানার ভেতরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের নাম মো. মোক্তার হোসেন। তিনি ইলিশা নৌ-থানায় প্রায় দুই বছর ধরে কর্মরত আছেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই বলে জানা গেছে।

ঘটনার পরে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পরিদর্শনে যান ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, নৌ-থানার এএসআই মোক্তার হোসেন ডিউটিতে যাওয়ার জন্য অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেয়ার সময় মিস ফায়ার হয়ে গুলিবিদ্ধ হন। সেই সময়  প্রত্যক্ষদর্শী কেউ থানায় উপস্থিত না থাকায় এর বেশি তিনি জানতে পারেননি। বিষয়টি নৌ-থানার মধ্যে হওয়ায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে একাধিক সূত্র থেকে জানা যায়, নৌ থানার ওসি বিদ্যুৎ বড়ুয়ার সঙ্গে এএসআই মোক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো। এর জেরেই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ ঘটনা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়াকে অফিসিয়াল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ সূত্রে জানা যায়, ইলিশা নৌ-থানায় মোট ৯ জন পুলিশ সদস্য কর্মরত আছেন। মোকতার আহত হওয়ার পর তাকে নিয়ে ওসি ও দুজন কনস্টবল বরিশাল গেছেন। বাকি ৫ জন থানায় কর্মরত আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮