• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০০:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০০:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১০:৪৪

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি: এশিয়ান টিভি

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১ কর্মকর্তার হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একাডেমিক ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া মুন্না জানান, অভিযুক্ত কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত না করা পর্যন্ত তাদের নামা কর্মসূচি চলবে।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সব ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

উপাচার্য (ভিসি) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‌‘এরই মধ্যে অফিসার্স অ্যাসোসিয়েশন ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যিনি দোষী সাব্যস্ত হবেন তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে উপ-উপাচার্যের (প্রো-ভিসি) ব্যক্তিগত সহকারী (পিও) শামসুল হক রাসেলের হাতে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের পোস্ট হারভেস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক নজরুল ইসলাম লাঞ্ছিতের অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩