চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে ডোবায় পড়া টমটমের নিচে চাপা পড়ে আবু ছায়েদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৬ জুন বুধবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমুহনী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বাখের সরদারের ছেলে।
শিশুর বাবা বাখের জানান, সকালে শিশু আবু ছায়েদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শিশুটির স্বজনরা চারদিকে সন্ধান চেয়ে মাইকিং করেন। বিকেলে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমুহনী বাজার সংলগ্ন সড়কের পাশে শিশুর জুতা পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে ওই পানি ভর্তি ডোবায় তল্লাশি চালিয়ে শিশুর মরদেহ দেখতে পান।
স্থানীয়রা জানান, সকাল ১১টায় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে চৌমুহনী বাজার সংলগ্ন সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম ডোবায় পড়ে যায়। চালক দুঘর্টনা কবলিত টমটম রেখে ঘটনাস্থল থেকে চলে যান এবং ওই দিন ১১টার দিকে তার স্বজনরা ডোবা থেকে টমটমটি উদ্ধার করে নিয়ে যান। পরে বিকালে ওই স্থানের ডোবায় একটি শিশুর মরদেহ দেখে তারা থানা পুলিশকে খবর দেন। শশীভূষণ থানার পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয়দের ধারণা, নিহত শিশু পথ দিয়ে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারানো টমটমটি সড়কের পাশে থাকা শিশুটিকেসহ ডোবায় পরে তলিয়ে যায়। এ সময় টমটমের নিচে চাপা পড়ে শিশুটি মৃত্যু হতে পারে।
শশীভূষণ থানার ওসি মু. এনামুল হক জানান, স্থানীয়দের খবরে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available