• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৪:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৪:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন শেরপুরের শহিদুল্লাহ ও ফাতিহা ইয়াসমিন

৭ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:২৭

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেলেন শেরপুরের শহিদুল্লাহ ও ফাতিহা ইয়াসমিন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন শেরপুর জেলার মো. শহিদুল্লাহ ও ফাতিহা ইয়াসমিন ডলি। ৬ নভেম্বর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখ সাক্ষরিত পৃথক ২টি প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়।

মো. শহিদুল্লাহ বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ফাতিহা ইয়াসমিন ডলি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। শ্রীবরদী উপজেলায় জন্মগ্রহণকারী  ২৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের মেধাবী এ কর্মকর্তা মো. শহিদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে পড়াশোনা করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) ইনভেস্টিগেশন বিভাগের ডিসি, ডিএমপির তেজগাঁও বিভাগ এবং উত্তরা বিভাগে ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (দক্ষিণ), এডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন।

নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণকারী ফাতিহা ইয়াসমিন ডলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে ২৪ তম বিসিএস এ পুলিশে যোগ দেন। ডলি ২০১৭ সালের ১৪ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন। পরে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পদ থেকে ঝালকাঠীর পুলিশ সুপার হিসেবে যোগ দেন। তিনি বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮ তে জাতিসংঘ মিশনে বিশেষ অবদান রাখায় পিস কিপিং মিশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩