• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ১০:৪০:২৭ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ১০:৪০:২৭ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গবিতে সহকারী অধ্যাপক হলেন ১৫ শিক্ষক

২৮ জুন ২০২৪ বিকাল ০৪:১৪:৩৮

গবিতে সহকারী অধ্যাপক হলেন ১৫ শিক্ষক

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সিনিয়র প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন ১৫ জন শিক্ষক। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি প্রাপ্ত শিক্ষকরা হলেন- কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আতিকুর রহমান এবং মো. রাসেল মিয়া, আইন বিভাগের তৌহিদা সরকার, ফার্মেসি বিভাগের মোছা. মাহফুজা খাতুন, মাহমুদুল ইসলাম, মো. আব্দুর রউফ, ইংরেজি বিভাগের আফরোজা সিদ্দিকা ও বাংলা বিভাগের আতি-উন নাহার।

এছাড়া আরও পদোন্নতি পেয়েছেন, ফলিত গণিত বিভাগের মালতি মজুমদার, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডা. রোকেয়া আহমেদ, রাজনীতি ও প্রশাসন বিভাগের ড. মো. আলী আজম খান, মাহমুদা বেগম এবং মোহাম্মদ আসিফ চৌধুরী, অর্থনীতি বিভাগের ড. শামিমা আক্তার এবং সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষক ডা. রোকেয়া আহমেদ বলেন, '২০১৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর মধ্যে রয়েছে ইউজিসি সমস্যা সমাধান, ছাত্র সংখ্যা বৃদ্ধি, শিক্ষক পদোন্নতি, সমাবর্তন অনুষ্ঠান, গবেষণা উন্নয়ন এবং নিয়মিত পরীক্ষা।

তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষকদের পদ পুনর্বিন্যাস করা হয়েছে। এই অগ্রগতি আমাকে আনন্দিত করেছে। আশা করি, এই ইতিবাচক পরিবর্তনগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিক্ষদের পদোন্নতি বিষয়ে রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ  জানান, 'পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিকে কিছু মানদণ্ড অতিক্রম করতে হয়। চারটি ধাপে পদোন্নতি দেওয়া হয় প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক। এবার যারা পদন্নোতি পেয়েছেন তাদের প্রত্যেকেই সিনিয়র প্রভাষক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন সম্পন্ন করেছেন এবং ৪টা পাবলিকেশন আছে তাঁদের। তবে অনেকেই ৩ বছর দায়িত্ব পালন করছেন কিন্তু পাবলিকেশনের অভাব আবার কারো পাব্লিকেশন থাকলে মেয়াদ পূর্ণ করেন নাই, তারা পদোন্নতি পাচ্ছেন না।

উপাচার্য ড. মো. আবুল হোসেন বলেন, পদোন্নতি হলো একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, যাঁরা পদোন্নতির যোগ্য ছিলেন, তাঁদেরকে উচ্চতর পদে অধিষ্ঠিত করা হয়েছে। একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, পদোন্নতির ধাপগুলি আগের ৮টি থেকে কমিয়ে বর্তমানে ৪টিতে নামিয়ে আনা হয়েছে। এটি প্রক্রিয়াটিকে আরও সুসংহত ও কার্যকর করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫