• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:০৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুয়াকাটায় পবিপ্রবি রোভারের পরিচ্ছন্নতা অভিযান

১৫ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৫০:০৫

কুয়াকাটায় পবিপ্রবি রোভারের পরিচ্ছন্নতা অভিযান

পবিপ্রবি প্রতিনিধি: ‘সমুদ্রকে পরিস্কার রাখি, দূষণমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে।

১৫ ডিসেম্বর শুক্রবার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিচ ক্লিনিং কর্মসূচি, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অভিযানের শুরুতে সকাল ১০টায় সচেতনতামূলক র‍্যালিটি কুয়াকাটা পৌরসভা থেকে বের হয়ে সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, পটুয়াখালী জেলা রোভারের এল.টি কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা রোভারের এ.এল.টি সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলার ডেপুটি ডিরেক্টর শাকিলা ইয়াসমিন, পবিপ্রবি ফিসারিজ বিভাগের অধ্যাপক সাজেদুল ইসলাম ও পটুয়াখালী জেলা রোভারের ট্রেজারার মাহবুব আলম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। সভা শেষে অতিথিবৃন্দ পবিপ্রবি রোভার স্কাউটের সদস্যবৃন্দের সাথে নিয়ে সমুদ্র সৈকত ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, সমুদ্র আমাদের জাতীয় সম্পদ, যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার-আপনার, সকলের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩