• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৪৮:১১ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৫:৪৮:১১ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জন, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৪৫:০৬

রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জন, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি স্পর্শকাতর। যা যাচাইয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সচিবালয়ে নিজ দপ্তরে ৯ সেপ্টেম্বর সোমবার সোমবার একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, অতীতে থাকলেও ঐ সবের কোনো অস্তিত্ব এখন আর নেই। রাষ্ট্রপতির অর্থপাচারের অভিযোগও নাকচ করা হয়।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। সংশ্লিষ্ট দফতরগুলো চাইলে সহযোগিতা করা হবে। তার দ্বৈত নাগরিকত্বের গুঞ্জন বিষয়টি স্পর্শকাতর।

এদিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৫ বছরের কিশোর জয়ন্ত কুমার সিংহ নিহত হয়। এর ঠিক এক সপ্তাহ আগে ১ সেপ্টেম্বর মৌলভীবাজারে ১৩ বছর বয়সি কিশোরী স্বর্ণা দাস বিএসএফের গুলিতে নিহত হয়। আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়ন, ফেনীতে আকস্মিক বন্যার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে চলছে আলোচনা। সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে কিশোর-কিশোরী নিহতের ঘটনায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে নানা মহলে।

বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ঢাকা-দিল্লির বর্তমান সমীকরণ কী?

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায় বলা হতো, তখনও সীমান্ত হত্যা হতো। তবে সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫