বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় একটি পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সদস্যরা।
২০ নভেম্বর বুধবার সাধারণ শিক্ষার্থী ও বিডিক্লিন বামনা শাখার উদ্যোগে উপজেলার ডৌয়াতলা বাজারের ভূমি অফিসের পাশে পরিত্যক্ত পুকুরের ঝোপঝাড়, আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করেন বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা।
দিনব্যাপী অভিযানে পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে বিডিক্লিনের অর্ধশতাদিক স্বেচ্ছাসেবী সদস্য অংশ নেন।
এ বিষয়ে শিক্ষার্থী বাপ্পি বলেন, 'বাংলাদেশকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করায় বিডিক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে পরিচ্ছন্নতা কাজ চলমান থাকবে।'
বিডিক্লিন বরগুনা জেলা শাখার সমন্বয়ক মো. রাকিব বলেন, 'জীববৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে দেশের সকল জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার খাল ও ডোবা পরিষ্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিডিক্লিন বামনার ডৌয়াতলা বাজারে অবস্থিত পুকুর পরিচ্ছন্ন করেছে। আমরা পুকুর পরিষ্কার করে দিয়ে গেলাম, এখন যত্ন নেওয়ার দায়িত্ব এখানকার মানুষের। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available