রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে এক অসহায় কাঠমিস্ত্রি তাঁর পরিবার নিয়ে বাঁচার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
১৪ আগস্ট বুধবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। কাঠমিস্ত্রি হান্নান তালুকদার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া এলাকার মো. আকরাম হোসেন তালুকদারের ছেলে।
হান্নান তালুকদার তার লিখিত বক্তব্যে জানান, স্থানীয় আবু হোসেন রাজু, ইমাম হোসেনের সাথে তার পৈত্রিক ও ক্রয় সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। জমি নিয়ে তাদের সাথে বিভিন্ন সময় হামলা, মামলা ও হুমকি চলমান আছে। ২০০৭ সালে তাদের অত্যাচারে নিজ এলাকা ছেড়ে উপজেলা সদরে পরিবার নিয়ে রাজাপুরে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন হান্নান। ২০১২ সালে প্রতিপক্ষরা হান্নানের গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর গ্রামের বাড়িতে গেলেই প্রতিপক্ষরা হান্নানের কাছে টাকা দাবি করে আসছে।
তিনি আরও জানান, বর্তমানে ৬ আগস্ট হান্নান তার গ্রামের বাড়িতে যায়। এ সময় আবু তার দলবল নিয়ে হান্নানের উপর হামলা চালিয়ে আহত করে এবং পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় হান্নানের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিছুদিন পূর্বে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে আগের মতো কাজ কর্ম করতে পারে না হান্নান। এখন সংসার চালাতেই অনেক হিমশিম খেতে হয় তাকে। তার উপরে আবার কয়েকটি মামলা চলমান রয়েছে।
এমন অবস্থায় প্রতিপক্ষের গ্রাস থেকে রক্ষা পেয়ে হান্নান তার পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ ভাবে বাঁচতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available