গাজীপুর (মহানগর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুর মহানগরীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় ছাত্র আন্দোলনে ২০ জন শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর বোর্ডবাজারের মোল্লা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগরী আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে সেক্রেটারি আ স ম ফারুক অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগরী নায়েবে আমির খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, কর্মপরিষদ সদস্য সালাহউদ্দিন আইউবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, গাছা থানা (দক্ষিণ) জামায়াতের আমির মিয়াজ উদ্দিন ও সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা। এছাড়া, এলাকার সাধারণ আমন্ত্রিত মানুষ শহিদদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available