নিজস্ব প্রতিনিধি: কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় সৃষ্ট বন্যার কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৫ আগস্ট রোববার দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতির মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ আগস্ট ৪৬তম বিসিএসের নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হলো এবং পরবর্তী তারিখ সিদ্ধান্তের পর জানানো হবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী।
উল্লেখ্য, এবারের বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্যাডার নেওয়া হবে স্বাস্থ্য ক্যাটাগরিতে। সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি সংখ্যক বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available