• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১৪:৪৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:১৪:৪৫ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোটে পেট্রোল ঢেলে আগুন

১০ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:২৯:১০

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোটে পেট্রোল ঢেলে আগুন

রাঙামাটি প্রতিনিধি: আবারও বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা। সাম্প্রতিক সময়ে সড়কের উপর কাঠভর্তি ট্রাকে ব্রাশফায়ার, কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর উপর গুলিবর্ষণ এবং সর্বশেষ ১০ নভেম্বর শুক্রবার দিনে-দুপুরে পর্যটকবাহী ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। এ ঘটনায় ট্যুরিস্ট বোটটির ৯৫ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে রাঙামাটির সুবলংয়ের বসন্ত এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ৬ পর্যটকের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভুগী পর্যটকদের সকলেই চাঁদপুর সদরের পাল পাড়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

বোটটির চালক গিয়াস উদ্দিন জানিয়েছেন, রাঙামাটির ঝুলন্ত সেতু পর্যটন ঘাট থেকে ৭ জন নিয়ে কাপ্তাই হ্রদ হয়ে সুবলং ঝর্ণায় যাচ্ছিলেন তিনি। পথে স্বর্গছেড়া এলাকায় পৌঁছালে একদল পাহাড়ি সন্ত্রাসী বোটটির গতী রোধ করে পর্যটকদের নামিয়ে দেয়। পরে বোটটি নিয়ে কিছুদূর যাওয়ার পর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় বোটটি ।

এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকরা জানিয়েছেন, তারা মোট ৬ জন চাঁদপুর থেকে সাজেক হয়ে রাঙামাটিতে আসেন। উঠেন তবলছড়ির ওমদামিয়া হিলের একটি হোটেলে । শুক্রবার সকালে ১০ টায় জনৈক গিয়াস উদ্দিনের বোটে সুবলং ঝর্ণা দেখতে রওয়ানা হন তারা। পথে স্বর্গছেড়া এলাকায় পৌঁছালে ৩ পাহাড়ি অস্ত্রধারী তাদের বহণকারী বোটটির গতি রোধ করে ৬ জনকে বোট থেকে নামিয়ে দেয়। এসময় তাদের কাছে থাকা ৫ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে বোট চালককে সাথে নিয়ে কিছু দূর জাওয়ার পর আগুন লাগিয়ে দেয় বোটে।

বোট মালিক আলাউদ্দিন টুটুল বলেন, আমার বোটটি সম্পূর্ণ পুড়ে গেছে। আমার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন তো আমার আর কোনো আয়ের উৎস নেই। আমি কি করে খাবো এ নিয়ে দুশ্চিন্তায় আছি।

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোটটি উদ্ধার করেছি। এ ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি খতিয়ে দেখছে পুলিশ । অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ