সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালি বিচকে সবার সহযোগিতায় একটি আদর্শ বিচ হিসাবে গড়ে তুলা হবে বলে জানান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. রফিকুল ইসলাম।
২০ এপ্রিল শনিবার উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। দিদারুল আলম মৎস প্রজেক্টের সৌজন্যে অনুষ্ঠানের আয়োজন করেন সংরক্ষিত আসনের (১,২ ও ৩) মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান লুৎফুর নূর সিদ্দীকা মনি।
এ সময় কে. এম. রফিকুল ইসলাম বলেন, মুরাদপুর ইউনিয়নে একটি গুলিয়াখালি সিবিচ রয়েছে। মাঝে মাঝে আমরা এখানে ঘুরতে আসি। এটিকে বাংলাদেশের একটি আদর্শ ও সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করবো। প্রাকৃতিক পরিবেশে ঈদ পুনর্মিলনীর মতো এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য দিদার মৎস প্রজেক্টকে ধনবাদ জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এও মো. ইউনূস, উপজেলা মৎস কর্মকর্তা কামাল উদ্দীন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক ইউসুফ খাঁন, অ্যাডভোকেট নেহার রঙ্জন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জামশেদ উদ্দীন, মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন পেশাজীবীবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা মধ্যাহ্নভোজ শেষ করে দিদারুল আলম মৎস প্রজেক্ট পরিদর্শন করেন। বাংলাদেশের মৎস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ লক্ষ বাস্তবায়ন করতে এই ধরনের মৎস প্রজেক্টের অবদান ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সহায়ক বলে জানান তারা ।
এ সময় প্রজেক্টকে কথিত ভূমিদস্যু ও দখলদারের হাত থেকে রক্ষা করতে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেন অতিথিরা। মাছ উৎপাদনসহ বিভিন্ন ফল-ফলাদি আবাদে বাঁধাগ্রস্ত না হয়ে এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available